অনিমেষ চক্রবর্ত্তী, বড়খলা : শুধু ভারতবর্ষ নয়,বিদেশেও ভারতের সোনাম অর্জণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী—এই মন্তব্য করেন রাজ্যিক বিজেপি এসসি মোর্চার।
রবিবার বড়খলা ব্লক মাল্টিপারপাস হলে বিজেপির হিতাধিকারি সম্মেলন অনুষ্ঠিত হয়, এদিনের হিতাধিকারি সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্যিক বিজেপির এসসি মোর্চার নেতৃবৃন্দরা।
অমলেন্দু দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বলেন, শুধু ভারতে নয় নরেন্দ্র মোদীর বিদেশেও অনেক সোনাম রয়েছে।
তিনি ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের কথা বলেন, ওয়াইসিতে একমাত্র প্রতিনিধিত্ব করেছেন সুষমা স্বরাজ তবে তাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে।
এক কথায় এদিনের সম্মেলনে বিজেপির উন্নয়নের জয়গান গান করে বক্তব্য রাখেন বিজেপির এসসি মোর্চার নেতৃবৃন্দ সহ রাজিক প্রবক্তা রাজদীপ গোয়ালা।
রাজদীপ গোয়ালা দীর্ঘ বক্তব্যে এই সরকার আসার পর বিষেশ ভাবে বাগান শ্রমীকদের উন্নয়ণে জুয়ার বইছে দাবি করেন।
বড়খলার প্রবিন বিজেপি কর্মী বিশ্বজিৎ দাস কেন্দ্রে নরেন্দ্রমোদি সরকারের নয় বছর পূর্তী উপলক্ষে হিতাধীকারি সম্মেলণে বিভিন্ন উন্নয়ণ মূলক প্রকল্পের তাৎপর্য্য আলোচনা করে বলেন ২০১৪ সালের আগের যে ভারত আর বর্তমান ভারতের মধ্যে রাত-দিন ব্যবধান রয়েছে।
বড়খলার প্রভারী গোপাল রায় উন্নয়ণের দিক নিয়ে আলোচনায় বিগত দিনের কংগ্রেস সরকারকে তূলোধূনো করে বলেন তখনকার দিনে নতূন নতূন দুর্নীতির খবর প্রকাশ হত।
আকাশ থেকে শুরু করে জমি ও পাতাল সব জায়গাতেই দুর্নীতি করেছে কংগ্রেস দল।
পূর্ব জেলা পরিষদ সদস্যা গীতন নাথ তার বক্তব্যে নরেন্দ্র মোদীর হাত ধরে ভারত উন্নতির শিখরে যাচ্ছে দাবি করেছেন।
এই সরকার আশার পর থেকে উন্নয়ণের হীড়িক উঠেছে আর হীড়িককে কেউ আটকাতে পারবে না। এদিন সকাল ১১ টায় মোদীর ১০২ নম্ভর মনকি বাত অনুষ্টাণ শ্রবণ করা হয়, সকল বিজেপির নেতৃস্থানীয় ব্যক্তি সহ বড়খলা মণ্ডলের জিপি-এপি, বুথ সভাপতি ও হিতাধীকারিরাও উপস্থিত।