শিলচর : শিলচর কেন্দ্রীয় কারাগার থেকে ১১ মে পলাতক কুখ্যাত অপরাধী হিফজুর রহমানকে গতকাল আসাম-মেঘালয় সীমান্তের কাছে পুলিশ গুলি করে হত্যা করেছে৷
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই এনকাউন্টারটি হয়েছিল৷
উল্লেখ্য যে ২০১১ সালে করিমগঞ্জে পিতা-পুত্রকে হত্যার দায়ে গ্রেফতার করা হয় হিফজুরকে।
সোমবার তাকে গ্রেফতার করতে গিয়ে তিন পুলিশ কর্মী আহত হন।
পুলিশ যখন হিফজুরকে গ্রেপ্তারের চেষ্টা করে সেই সময় প্রচণ্ড প্রতিরোধ গড়ে তোলে সে এবং পুলিশের ওপর হামলা চালায়।
জবাবে পুলিশ বাধ্য হয় গুলি চালালে হিফজুর গুরুতর আহত হয়, পরে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং সেখানেই সে মারা যায়।