দীপিকা মল্লিক, লক্ষীপুর : বিভিন্ন অনুষ্টানের মাধ্যমে লক্ষীপুর সৎসঙ্গ কেন্দ্রের ব্যবস্থাপনায় সাড়ম্ভরে পালিত হলো শ্রীশ্রী বড়মার ১৩০ তম আবির্ভাব দিবস।
এই উপলক্ষে লক্ষীপুর সৎসঙ্গ কেন্দ্র প্রাঙ্গনে এক বিশাল উৎসব মুখী পরিবেশ ও বিভিন্ন স্থান থেকে ভক্তের আগমন দেখা যায়।
সকাল ৮:৫০ মিনিটে বাধ্য যন্ত্র, শঙ্খ ধ্বনি, উলুধনীর সহিত শ্রীশ্রী বড়মার জন্ম লগ্ন ঘোষণা করা হয়।
পরে সমবেত প্রার্থনা, নাম জপ সহ ঠাকুর অনুকূল চন্দ্রের অমিও ধর্ম গ্রন্থাধি পাঠ এবং নাম সংকৃতনে মেতে উঠে মন্দির প্রাঙ্গন।
১০:৩০ মিনিটে ভোগোরাগ নিবেদন ও অর্ঘ্যাঞ্জলি সহ প্রণাম নিবেদন করা হয়। দুপুর ১২টা থেকে শুরু হয় মায়েদের পরিবেশিত মাতৃ সম্মেলন।
মাতৃ সম্মেলনের প্রতিটি স্তুতির পর ঠাকুর অনুকূল চন্দ্রের ভাব ধারার উপর সংগীতাঞ্জলি ও আলোচনার বিষয় ছিলো ডিপি ওয়ার্ক, আলোচনার তাৎপর্য্য তুলে ধরেন সীমা কংস বনিক।
দুপুর ১:৩০ মিনিট থেকে শুরু হয় আনন্দবাজারের মহা প্রসাদ বিতরণ ৬০০ শত ভক্ত সেই মহা প্রসাদ গ্রহণ করেন ।
বিকেল ৬:১৩ মিনিটে সন্ধ্যাকালীন প্রার্থনা, নাম জপ, গ্রন্থাধি পাঠ, প্রদীপ প্রজ্জ্বলন এবং আলোক সজ্জা সহ বন্দেপুরুষত্তম ধোনির মাধ্যমে সমাপ্তি করেন লক্ষীপুর সৎসঙ্গ কেন্দ্রের কর্মীরা।