মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : প্রধানমন্ত্রী যেভাবে মিথ্যা কথা বলেন এরজন্য নোবেল পুরষ্কার দেওয়া দরকার, হাইলাকান্দিতে বিভিন্ন দল-সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে একথা বলেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রসিদ আহমেদ চৌধুরী।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সদ্য সংরক্ষণ মুক্ত হাওয়া করিমগঞ্জ লোকসভা আসনে সংখ্যালঘু প্রার্থীদের দৌড়ঝাঁপ তুঙ্গে।
চর্চায় আন্যতম হিসেবে রয়েছে গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রসিদ আহমেদ চৌধুরীর নাম।
করিমগঞ্জ লোকসভা আসনের ইণ্ডিয়া জুটের প্রার্থী হিসেবে হাফিজ রসিদ আহমেদ চৌধুরীর নাম অনেকেই প্রস্থাব করেছেন।
বুধবার হাইলাকান্দি আবর্ত ভবনে এক সৌজন্য মূলক সভায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রসিদ আহমেদ চৌধুরী।
তিনি বলেন, হাইলাকান্দিতে আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি, এখানকার মানুষের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে এবং জেলার পরিবেশ অত্যন্ত ভাল, তবে রাজনৈতিক কোন সভায় বক্তব্য দিতে আসিনি বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি।
করিমগঞ্জ লোকসভা আসন এবার সংরক্ষণমুক্ত তাই আসন্ন লোকসভা নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন দিক থেকে প্রস্থাব এসেছে, অনেকেই এবিষয়ে মতপ্রকাশের কথা বলেছেন।
ইণ্ডিয়া জুটের প্রার্থী হিসেবে অনেকে প্রস্থাব দিচ্ছেন।
তিনি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসা করে বলেন, রাহুল গান্ধী একজন ভদ্র মানুষ, রাহুল নেহরু পরিবারের ছেলে।
প্রধানমন্ত্রী এত সব মিথ্যা কথা বলেন এ বিষয়ে তাঁকে নোবেল দেওয়া দরকার। তিনি এমন ভাবে মিথ্যা কথা বলেন যেটা সত্যের বাবা হিসেবে বুঝা যায়।
তাছাড়া বিজেপিকে চিরতরে বিদায় দিয়ে দেশকে বাঁচাতে হবে জানান বিশিষ্ট আইনজীবী হাফিজ রসিদ আহমেদ চৌধুরী।
তিনি আরও বলেন, বিজেপির অপশাসনের বিরুদ্ধে কথা বললে বিভিন্ন মিথ্যা মামালা দিয়ে হেনস্থা করা হয়।
তাই বিজেপিকে এবার বিদায় দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হাফিজ রসিদ আহমেদ চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল মালিক মীরা।
বক্তব্য রাখেন রাইজর দলের কেন্দ্রীয় সম্পাদক জহির উদ্দিন লস্কর, রাইজর দলের নেতা কমরুল ইসলাম বড়ভূইয়া, হাইলাকান্দি বারের বিশিষ্ট আইনজীবী নূরুল হক মজুমদার, নুমান মিয়া বড়ভূইয়া, মুফজ্জল হোসেন বড়ভূইয়া, এজেওয়াইসিপির কবীর উদ্দিন লস্কর, এ আইইউডিএফ নেতা সামসুল হক বড়ভূইয়া, জাহান বড়ভূইয়া প্রমুখ।