লাবকে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে ৪-১ গোলে চ্যাম্পিয়ন হল ফুলেরতল জিপি দল

Spread the love

ব্যুরো রিপোর্ট, লক্ষীপুর : লাবক চা বাগান খেলার মাঠে অনুষ্ঠিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শুক্রবার ৪-১ গোলের ব্যবধানে দিলখোস জিপি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হল ফুলেরতল জিপি দল। 

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি সহ এক লক্ষ এক হাজার টাকার চেক এবং রার্নার‌আপ দলের হাতে ট্রফি সহ ৫১ হাজার টাকার চেক তুলে দেন খেলায় উপস্থিত অতিথীরা।

সেরা খেলোয়াড় হিসাবে নানথাং মারকে দেওয়া হয় ১১ হাজার টাকার চেক। 

রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন বাবুল মুড়া, প্রেমজিৎ সিংহ,সঞ্জয় কুমার দুবী ও পরিমল সাহা।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন লক্ষীপুর বিধায়ক কৌশিক রাই, জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মহাতো, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, লক্ষীপুর পৌরসভার চেয়ারম্যান মৃনাল কান্তি দাস, পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা।

খেলা শুরুর আগে মাঠে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথিরা।

 পুরস্কার বিতরণী সভায় বিধায়ক কৌশিক রাই জানান, লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপি থেকে ২৪৮টি দল এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল।

তাদের মধ্যে ফাইনালে পৌঁছায় ফুলেরতল জিপি দল ও দিলখোস জিপি দল। চ্যাম্পিয়ন হয়েছে ফুলেরতল জিপি দল।

এই টুর্নামেন্টে প্রায় সাড়ে তিন হাজার খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ভাল খেলার জন্য ৫০ জনকে বাছাই করে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।

আগামীতে যাতে লক্ষীপুর থেকে একটি শক্তিশালী দল বেরিয়ে আসতে পারে।

তাছাড়া সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় । তিন এই টুর্নামেন্ট কৌশিক রাই তার ব্যক্তিগত খরচায় চালিয়েছেন বলে জানান।

এই অঞ্চলের খেলোয়াড়দের মধ্যে খেলাধুলায় উৎসাহ আনতে এবং ভবিষ্যতে রাজ্য ও জাতীয় স্তরে খেলার সুযোগ করে দিতে বিধায়ক কৌশিক এই উদ্যোগ নিয়েছেন। বক্তব্য রাখেন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নোমাল মহাতো।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token