হিবজুর রহমান বড়ভুইয়া : জলমিত্র পদে নিয়োগের আশ্বাস পেলেন রাখাল খালের পার জল সরবরাহ ও স্যানিটেশনে জলমিত্রের কাজে কর্মরত অস্থায়ী কর্মচারী জুনাইদ হোসেন ভড়ভুইয়া।
দীর্ঘ বৈঠক এবং আলোচনার পর অবশেষে জুনাইদকে জল মিত্রের পদে স্থায়ি নিয়োগের আশ্বাস দিল রাখাল খালের পার জল সরবরাহ ও স্যানিটেশন কমিটি।
জুনাইদ দীর্ঘ দুই বছর ধরে এই প্রকল্পে মাত্র ১৫০০ টাকা বেতনে জলমিত্রের অস্থায়ী কর্মচারী হিসাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন।
কিন্তু কিছু দিন আগে তাকে বঞ্চিত করে অন্য ৩ জনকে জলমিত্রের পদে নিয়োগ দেওয়া হয়, এর মধ্যে একজন এই এলাকার নয়। এমনকি কোন প্রকল্পে কোন দিন কাজের অভিজ্ঞতাও নেই তার।
এরপরই জুনাইদ বিভাগীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে কাছাড়ের জেলা শাসকের কাছে তার প্রতি অবিচার করার অভিযোগ এনে স্থায়ী নিয়োগের দাবী জানান।
রবিবার দীর্ঘ বৈঠকের পর কমিটি থেকে জুনাইদেকে আশ্বাস দেওয়া হয়েছে তাকে জলমিত্রের স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। কমিটির আশ্বাসে জুনাইদ আশাবাদী তিনি জলমিত্রের পদে নিয়োগ পাবেন। তাই তিনি কমিটি সহ গ্রামবাসীকে ধন্যবাদ জানান।