মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : সোমবার হাতে কলসি নিয়ে জল সরবরাহ প্রকল্পের সামনে দাড়িয়ে উত্তাল প্রতিবাদ জানালেন এলাকার ভুক্তভোগী পুরুষ মহিলারা।
অসম সরকার হায় হায়, পিএইচই বিভাগ হায় হায়, পিএইচই মন্ত্রী মুর্দাবাদ স্লোগানে এলাকা কাঁপিয়ে তুলেন বিক্ষোভকারীরা।
বিগত দুমাস থেকে এই প্রকল্পে জল সরবরাহ বন্ধ থাকলেও কুম্ভ নিদ্রায় হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বিভাগীয় কর্তৃপক্ষের চরম গাফিলতিতে এলাকাবাসী জনসাধারণ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছেন।
বাধ্য হয়ে পরিত্যাক্ত পুকুর ও খাল-বিলের জল পান করে নানা ধরনের অসুখে আক্রান্ত হচ্ছেন।
তাই অতি শীঘ্রই নিতাইনগর প্রথম খণ্ড জল সরবরাহ প্রকল্প ফের চালু করার দাবি জানান হোসেন আহমদ মজুমদার, রেনু বেগম এবং উক্ত প্রকল্পের ইউজার কমিটির সভাপতি কামরুল ইসলাম, সম্পাদক নূর ইসলাম সহ এলাকার জনগণ।
তারা হুমকির সুরে জানান, যদি আগামী এক সপ্তাহের মধ্যে জল সরবরাহ প্রকল্প চালু করা না হয়, তবে হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ারের কার্যালয় ঘেরাও করা হবে।