ব্যুরো রিপোর্ট : নিলামবাজারের কায়স্থগ্রামে আগর কাঠের চিপস ছিনতাই কান্ডে গ্রেফতার হল তিন জন।
উদ্ধার করা হয়েছে চিপসের বেশকটি বস্তা সহ ছিনতাইবাজদের ব্যরবহৃত একটি বাহন।
সতেরো নভেম্বর কায়স্থগ্রামে স্কোরপিও গাড়ি আটকে সিনেমার কায়দায় একদল ছিনতাইকারী আগর কাঠের চিপস লুট করে পালিয়ে যায়।
তাদের মারপিটে গুরতর আহত হন গাড়ির চালক নুরুল হক ও হোজাই জেলার আগর ব্যবসায়ী আব্দুল হক।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে তদন্তে নামেন নিলামবাজার থানার পুলিশ। সিসি ক্যা মেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তে গতি চালায় পুলিশ।
তিন দিনের মাথায় ঘটনায় বড়সড় সাফল্য আসে পুলিশের হাতে।
রবিবার রাতে নিলামবাজার পুলিশের একটি দল ভারত-বাংলা সীমান্তের একটি গ্রামে অভিযান চালিয়ে ছিন্তাই-এ জড়িত সুলেমান, ওয়াহাব ও এমাদ তিন জনকে গ্রেফতার করে।
তাদের কাছ থেকে বেশ কয়েক বস্তা আগর কাঠের চিপস সহ এই কান্ডে ব্যবহৃত একটি আল্টো গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের আজ আদালতে সোপর্দ করে বিশদ তথ্য উদ্ধারের জন্য রিমান্ডের নিয়েছে।
উল্লে খ্য্ যে এর আগেও অনুরুপভাবে আগর কাঠের চিপস বোজাই গাড়ি ছিনতাই হয়েছে পাথারকান্দিতে।
পুরো কান্ডের নেপথ্যে কাঁঠালতলি এলাকার একটি দুষ্টচক্রের মদত রয়েছে আশংকা করা হয়েছে। পুলিশ এ বিষয়টিও খতিয়ে দেখছে।