বরাকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে জোর তৎপরতা চলছে কর্মী অগপ মহলে  

Spread the love

মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে এই এই তৎপরতা শুরু করেছে অগপ।

হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন দলের কর্মকর্তারা।

নতুন কমিটি গঠন করে আসন্ন সংসদীয় নির্বাচনে শক্তিপ্রদর্শন করার পরিকল্পনা হাতে নিয়েছেন দলীয় নেতৃবৃন্দ।

বুধবার হাইলাকান্দি জেলা সদরের এক অভিজাত হোটেলে দলের জেলা কমিটির সভায় আলগাপুর-কাটলিছড়া এবং হাইলাকান্দি বিধানসভা কমিটি পুনর্গঠন করা হয়।

দলের হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভরের পৌরোহিত্যে আয়োজিত সভায় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন লস্কর এবং কেন্দ্ৰীয় কমিটির সম্পাদক স্বপন সিংহ।

এদিন আলগাপুর-কাটলিছড়া সমষ্টির সভাপতি নির্বাচিত হয়েছেন দলের প্রবীণ কর্মী সফিকুর রাহমান হাজারী এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আবুল হোসেন।

অপরদিকে হাইলাকান্দি সমষ্টি সভাপতি নির্বাচিত হয়েছেন হীরা নাথ এবং সম্পাদক জসিম উদ্দিন লস্কর।

প্রতিটি কমিটিতে ৪১ জন করে সদস্য রয়েছেন।

পর্যবেক্ষক সেলিম উদ্দিন লস্কর প্রয়াত প্রাক্তন মন্ত্রী শহীদুল আলম চৌধুরীকে স্মরণ করে বলেন, তাঁর নেতৃত্বে বরাক উপত্যকা জুড়ে অগপ দল শক্তিশালী ছিল।

বিভিন্ন রাজনৈতিক দলের চাপে অগপর শক্তি কমে গেলেও কেন্দ্রীয় সভাপতি মন্ত্রী অতুল বরা এবং কার্যকরী সভাপতি মন্ত্রী কেশব মহন্তের নেতৃত্বে দলকে শক্তিশালী করতে প্রস্তুতি শুরু হয়েছে।

আগামী লোকসভা নির্বাচনে অগপ শক্তি প্রদর্শন করবে বলে জানান অগপ নেতা সেলিম। সভায় নব নির্বাচিত আলগাপুর-কাটলিছড়া সমষ্টি কমিটির সভাপতি সফিকুর রাহমান হাজারী, সম্পাদক শেখ আবুল হোসেন এবং হাইলাকান্দি সমষ্টির সভাপতি হীরা নাথ, সম্পাদক জসিম উদ্দিন লস্কর সবাইকে ধন্যবাদ জানান।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token