মরণ ফাঁদে পরিণত তারাপুর অভার ব্রিজ, উচ্চপর্যায়ের তদন্ত দাবী

Spread the love

নিউজ ডেক্স, গণআওয়াজ : মরণ ফাঁদে পরিণত হয়েছে তারাপুর অভার ব্রিজ এবং সদর ঘাটের বরাক ব্রিজ সহ শহরের বেশ কিছু অংশ।

দুর্গাপূজার আগে শিলচর শহরের বিভিন্ন রাস্তায় বহু কোটি টাকার কাজ হয়।

রাতের অন্ধকারে দাড়িয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিজে এই কাজের সুপারভিশন করতে মানুষ দেখেছে।

এরজন্য অনেকে বিধায়কের প্রশংসাও করেছিলেন। কিন্তু মাস দু-এক এর মধ্যেই ভাঙ্গন ধরেছে রাস্তায়।

কারন, কাজ হয়েছে অতি নিম্নমানের। এরমধ্যে নেই কাজের কোন ওয়ারেন্টি বা গ্যারান্টি।

তাই তারাপুর অভার ব্রিজ সহ শহরের বিভিন্ন রাস্তা মরণ ফাঁদে পরিণত হলেও বিভাগ মেরামতির কোন উদ্যোগ নিচ্ছে না।

এদিকে এখন অনেককেই বলতে শোনা যায়, রাতের অন্ধকারে রাস্তায় দাড়িয়ে দীপায়নের সুপারভিশনের উদ্দেশ্য ছিল ঠিকাদাররা ভাগবাটোয়ারায় যাতে ঠকাতে না পারে।

আবার কেউ কেউ বলছেন বকলমে বিধায়কই আসল ঠিকাদার। অন্যের নামে ঠিকা নিয়ে নিজে দাড়িয়ে কাজ করেছেন, তাই কাজ এত নিম্ন মানের হয়েছে।

বর্ষার সময় রাস্তার অস্থিত্ব সংকটের আশংকায় সচেতন নাগরিকরা উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন মনে করছেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token