মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : আমাকে আটকাতে বিজেপি এবং আরএসএস-এর ইশারায় হাফিজ রশিদ আহমদ চৌধুরী কংগ্রেসে যোগদান করে টিকিট চাইছেন।
হাইলাকান্দিতে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন অসমের প্রাক্তন মন্ত্রী করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার আবু সালেহ নজমুদ্দিন।
তিনি বলেন, হাফিজ রশিদ আহমদ চৌধুরীর কংগ্রেসের টিকিট পাওয়ার কোন যুক্তি নেই।
কংগ্রেসের সংবিধান এবং নিজস্ব নীতি আদর্শ রয়েছে।
দলের সংবিধান অনুযায়ী নবীন কংগ্রেসী হাফিজকে টিকিট দেওয়ার কোন প্রশ্নই উঠে না।
সমস্ত জীবন কংগ্রেস দলের বিরোধীতা করে আজ নিজের স্বপ্ন পূরণ করতে কংগ্রেস দলে যোগ দিয়েছেন তিনি।
কংগ্রেস এমন একটি দল যে দলের দরজা সবসময়ই খোলা রয়েছে, তবে আগের দিন যোগদান করে পরের দিন দলীয় টিকিটের দাবিদার হয়েছেন হাফিজ রশিদ।
তিনি আরও বলেন, ১৯৭২ সাল থেকে কংগ্রেস দলের কর্মী হিসাবে কাজ করে এসেছি।
আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে নবীন কংগ্রেসী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে কংগ্রেসের টিকিট দেওয়া হলে দলের মধ্যে বিদ্রুহ দেখা দেবে।
কেননা হাফিজ রশিদ আহমদ চৌধুরীর জনপ্রিয়তা বলতে কিছুই নেই, রাজনৈতিক জীবনে পাঁচ বার তিনি পরাজয় বরণ করেছেন।
অসমে UMF দল যখন গরিষ্ঠ সংখ্যক বিধায়ক নির্বাচিত করতে সক্ষম হয়েছিল সেই সময়ে হাফিজ রশিদ আহমদ পরাজিত হয়েছেন।
২০০৬ সালে অসমের সংখ্যালঘু মানুষের মন জয় করে উনিশ জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সেই সময়েও তিনি পরাজিত হয়েছিলেন।
তাই তার জনপ্রিয়তার মাপকাঠি সমাজ পেয়ে গেছে বলে মন্তব্য করেন আবু সালেহ নজমুদ্দিন।
তাছাড়া করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির সঙ্গে লড়াই হবে, কংগ্রেস যদি টিকিট প্রদান করতে কোন ভুল না করে তাহলে করিমগঞ্জ সহ অসমের ১৪ টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত বলে দাবি করেন প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন।