নিজস্ব প্রতিনিধি : নেতাজীর ১২৭তম জয়ন্তী সাড়ম্বরে উদযাপন করলো ভারতীয় বরাক নাগরিক মঞ্চ (বি বি.এন.এম)।
সাংগঠনের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়।
মঞ্চের দ্বিবার্ষিক প্রতিষ্ঠা দিবস ও নেতাজী জয়ন্তী উপলক্ষে দুতপাতিল আফর এলাকায় সংস্থা বিনামূল্যে গণ শিক্ষা অভিযানের ৬নং শাখায় বেশ কয়েকটি কার্যসূচি পালন করে।
এর মধ্যে ছিল বসে আঁকো, দৌঁড় প্রতিযোগিতা, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা।
এতে অংশগ্রহণ করেন ১০১৯নং ধুমকর এলপি স্কুলের শিক্ষক ও ৮৩৬ নং আফর এলপি স্কুলের প্রধান শিক্ষক সহ ছাত্র ছাত্রীরা।
প্রতিযোগিতা শেষে ছাত্র ছাত্রীদের শংসা সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
এদিন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আশীষ রঞ্জন সেন পুরকায়স্থ, সহ-সভাপতি- মাসুক আলম বড়ভূইয়া, সাধারণ সম্পাদক রাজু দাস, গৌতম দাস, শঙ্কু দাস সহ বিভিন্ন কর্মকর্তা।
এদিন সভাপতি আশীষ বলেন, ভারতীয় বরাক নাগরিক মঞ্চ নেতাজীর আদর্শের উপরে ভিত্তি করেই তৈরী করা হয়েছে এবং তাঁর আর্দশ নিয়েই আমাদের পথচলা।
সাধারণ সম্পাদক রাজু দাস বলেন, আমারা গত দুবছর যাবত প্রচারবিহীন ভাবে কাজ চালিয়ে যাচ্ছি, তার মধ্যে বিশেষ ভাবে গণ শিক্ষা অভিযান।
গরিব এবং অসহায় পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হচ্ছে।
বরাক উপত্যকার বিভিন্ন স্থানে সংগঠনের ছয়টি কেন্দ্র চলছে বলেও জানান সাধারণ সম্পাদক রাজু।
এরমধ্যে দুতপাতিল আফর এলাকায় একটি কেন্দ্র চলছে বলেও জানান তিনি।
ভারতীয় বরাক নাগরিক মঞ্চ অনেক ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা দান করে আসছে।
রাজু আরো বলেন সংগঠনের কাজ এখন পর্যন্ত ভালোভাবে প্রকাশ্যে আসেনি। তবে সংগঠন এর মধ্যে কয়েকটি বিশেষ কার্যসূচি হাতে নেবে, এতে সবার সহযোগিতার কামনা করেন তিনি।