জুলি দাস
করিমগঞ্জ, ২৪ এপ্রিল : করিমগঞ্জে প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোট পাবেন বিজেপি প্রার্থী, নিশ্চিত জয়ী হবেন কৃপানাথ মালা।
এআইইউডিএফ ফেক্টর হবে না, এই দল তেমন একটা ভোট পাবে না করিমগঞ্জে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বললেন অগপর কেন্দ্রীয় উপ সভাপতি সুনীল ডেকা।
বুধবার প্রচারের অন্তিম দিনে ফকিরবাজার-সহ একাধিক জায়গায় নির্বাচনী প্রচারে অংশ নেন অগপর এই নেতা।
করিমগঞ্জে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে গত কয়েকদিন ধরে প্রচার চালাচ্ছে অগপ, বিভিন্ন জায়গায় দলের পক্ষ থেকে নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে।
কেন্দ্রীয় উপ সভাপতি সুনীল ডেকা বরাকে গত দশদিন থেকে অবস্থান করছেন, এরমধ্যে ৬ দিন করিমগঞ্জে ছিলেন তিনি।
বিনোদিনী, রাতাবাড়ি, পাথারকান্দি, ফকিরবাজার, পাথারকান্দি সহ বিভিন্ন জায়গায় অগপর সভায় যোগ দেন তিনি।
দুই মন্ত্রী অতুল বরা এবং কেশব মহন্ত করিমগঞ্জে এসে চরগোলা এলাকায় একটি সভা করেন।
বুধবার দলের কর্মকর্তাদের সঙ্গে করিমগঞ্জে একটি সভায় অংশ নিয়ে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করেন সুনীল ডেকা।
পরে তিনি শিলচর চলে যান, এই প্রতিবেদককে অগপর নেতা সুনীল ডেকা বলেন, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে প্রচুর সংখ্যক সংখ্যালঘু ভোট পাবেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা।
হাইলাকান্দিতে তিন এআইইউডিএফ বিধায়কের অবস্থা খুব শোচনীয়, তাদের বিরুদ্ধে ব্যাপক জনক্ষোভ রয়েছে।
ফলে প্রচুর সংখ্যক সংখ্যালঘু জনগণ অগপর পক্ষে রয়েছেন, এই ভোটগুলি পাবেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা।
এছাড়া কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, এই দলের ক্ষমতায় আসার কোন সম্ভাবনা নেই তাই কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে লাভ নেই।
হাইলাকান্দি এবং করিমগঞ্জের বিভিন্ন জায়গায় সভা করে তাঁর মনে হয়েছে, এখানে কমেও এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন কৃপানাথ মালা। করিমগঞ্জে অগপর সংগঠন আরো শক্তিশালী করতে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।