মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ২২ নভেম্বর : হাইলাকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত রতনপুর জিপির কাকমারা হাওরে রবিশস্য উৎপাদন করতে কৃষকরা জমিতে ঝাঁপিয়ে পড়েছেন।
বিগত বন্যায় প্লাবিত হয়ে এখানকার কৃষকদের শাইল ধান নষ্ট হলে পরবর্তীতে আর ধান চাষ করা হয়নি।
এখানকার নিরানব্বই শতাংশ মানুষই কৃষক শ্রমিক, কৃষি কাজই তাদের একমাত্র বাৎসরিক আয়ের উৎস। কৃষি কাজের উপর জীবিকা নির্বাহ করেন এ অঞ্চলের মানুষ।
চতুর্দিকে খাল-বিল, নদী-নালায় আবৃত এই অঞ্চল।
নির্বাচনের সময় আসলে এ প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে এলাকার উন্নয়ন মূলক কাজ কর্মের গালভরা প্রতিশ্রুতি দিয়ে গেলেও পরবর্তী সময়ে প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হন এসব নেতারা।
বর্তমানে এখানকার কৃষক শ্রমিকরা রবিশস্য উৎপাদনের কাজে ঝাঁপিয়ে পড়লেও বীজের হাহাকার দেখা দিয়েছে।
জেলা কৃষি বিভাগের পক্ষে সরকারিভাবে কোন ধরনের বীজ, সার এবং কিটনাশক ঔষধ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
মঙ্গলবার কৃষক শ্রমিকরা মাঠে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।
কৃষকদের পাশে দাঁড়িয়ে হাইলাকান্দি জেলা কৃষি আধিকারিক ও রাজ্যের কৃষি মন্ত্রী অতুল বরার হস্তক্ষেপ কামনা করেন ছাত্রনেতা হোসেন আহমদ মজুমদার। দাবি পূরণ না হলে কৃষকদেরকে সঙ্গে নিয়ে জেলা কৃষি আধিকারিকের কার্যালয় ঘেরাও করার হুংকার দেন ছাত্রনেতা হোসেন।