রত্নদীপ চক্রবর্ত্তী, ধর্মনগর : ধর্মনগরের সাকাইবাড়ীতে আগামী বছরের প্রথম দিকে উদ্বোধন হবে কেজিএন সূর্য মাল্টিস্পেশালিটি হাসপাতাল।
আজ সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম।
তিনি বলেন, রাজ্যে উন্নত চিকিৎসায় সরকারী প্রতিষ্ঠানগুলির সঙ্গে পাল্লা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানও উদ্যমতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে।
কিন্তু বেসরকারি হাসপাতালগুলোর খরচ বহন করতে সাধারণ মানুষকে হিমসিম খেতে হয়, তাই তারা বেসরকারি হাসপাতালে যেতে ভয় পায়।
এই ভয়কে দূর করে মানব সেবায় নিয়োজিত হয়ে পরিষেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে আগামী বছরের প্রথম দিকে ধর্মনগরে কেজিএন সূর্য মাল্টিস্পেশালিটি হাসপাতাল যাত্রা শুরু করবে।
সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম-এর সাথে ছিলেন অপারেশন ও লজিস্টিক বিভাগের প্রধান অনিক দেবনাথ।
উত্তর জেলা সহ বরাক উপত্যকার মানুষকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে না গিয়ে কিভাবে ধর্মনগরে সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে ধর্মনগরে যাত্রা শুরু করছে মাল্টি হসপিটাল।
এই হাসপাতালের প্রত্যেক চিকিৎসক হবে রেসিডেন্সিয়াল।
থাকবেন এমডি মেডিসিন, জেনারেল এবং লেপারোস্কোপিক সার্জেন, গাইনোকোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, গ্যাস্ট্রো, নিউরোলজিস্ট, এন্ডোক্রিনোলজিষ্ট, কার্ডিওলজি এবং অর্থোপেডিক্স বিভাগ।
পাঁচটি ওপিডি, ১২টি আই সি ইউ, ছয়টি এইচডি ইউ, চারটি এনআইসিইউ, নয়টি কেবিন তার মধ্যে ছয়টি ডিলাক্স এবং তিনটি ডাবল ডিলাক্স, দুইটি কটি, ছয়টি ডায়ালাইসিস করার মত ব্যাট যুক্ত সুবিধা।
২৪ ঘন্টা থাকবে অ্যাম্বুলেন্সের সুযোগ সুবিধা।
তাছাড়া এমআরআই, কার্ডিয়াক কম্পিউটারাইজ তম গ্রাফি, এক্সরে, প্যাথলজিকাল ল্যাব, ইকো, সোনোগ্রাফি প্রভৃতির সুবিধা।
দরকার হলে প্যাথলজিকাল ল্যাবের জন্য তার বাড়ি থেকে ও সংগ্রহ করে টেস্ট করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মানুষের পরিষেবায় নতুন পালক সংযোজিত হচ্ছে ধর্মনগরের এই কেজিএন সুরিয়া মাল্টি স্পেশালিটি হাসপাতাল।