গণআওয়াজ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও সঞ্চ সমিতি একল অভিযানের মাধ্যমে সীমান্তে নিরাপত্তায় থাকা ভারতীয় জোয়ানদের সাথে ভাতৃত্বভাবধারা দৃঢ় করে তুলতে।
ঘটা করে পালন করা হয় রাঁখি বন্ধনের এই উৎসব।
এদিন ভাঙ্গা বিএসএফ ক্যাম্প, শেরালীপুর স্পিডপোষ্ট, শেরালীপুর বিএসএফ ক্যাম্প, লামাজুয়ার বিএসএফ ক্যাম্প, চরগোলা বিএসএফ ক্যাম্পসহ সীমান্তের বিভিন্ন ক্যাম্পের জোয়ানদের হাতে বেঁধে দেওয়া হয় রাঁখি।
সনাতনী রীতিতে উলুধ্বনি দিয়ে জোয়ানদের ধূপ দেখিয়ে মাথায় টিকা পরিয়ে, হাতে রাঁখি বেঁধে মিষ্টি মুখ করানো হয়।
ভারত মাতার জয় ধ্বনিতে মুখরিত করে তোলা হয় গোটা চত্বর।
জোয়ানদের তরফ থেকেও কালিগঞ্জ সঞ্চ সমিতির সদস্য এবং বোনদের মিষ্টি মুখ করিয়ে উপহার স্বরূপ নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এদিন উপস্থিত ছিলেন একল অভিযানের কালিগঞ্জ সঞ্চ সমিতির সভাপতি বিধু ভূষণ দত্ত, সম্পাদক সাগর ধর, গৌতম রায়, মিণু দত্ত, একল বিদ্যালয়ের আচার্যা সোমা নমঃ সুদ্র, গোপাল বাহাদুর ছেত্রীসহ অন্যান্যরা।