গণআওয়াজ, প্রতিনিধি : বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানালো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি।
এই সম্মান বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব আরো বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার কর্মকর্তারা।
শিলচর শাখা সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য বলেন, গত পাঁচ বছর থেকে সমিতি এই বিষয়ে কাজ করে যাচ্ছে।
সমিতির শিলিগুড়ি শাখার সচিব সজল গুহ এ বিষয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তিকে চিঠি লেখেন।
কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের কোন বুদ্ধিজীবী এতে সাড়া দেননি।
পরবর্তীকালে বঙ্গীয় পরিষদের সভাপতি বারিদবরন ঘোষ এ বিষয়ে উদ্যোগী হয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করেন।
সমিতির পক্ষ থেকে বাংলা ভাষার প্রাচীনত্ব সম্বন্ধে বিভিন্ন তথ্য দেওয়া হয়।
উল্লেখ্য, ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে হলে যে কোন ভাষাকে কমপক্ষে দেড় থেকে দুই হাজার বছরের পুরনো হতে হবে।
আর এই ভাষার একটা ধারাবাহিকতা থাকতে হবে।
অর্থাৎ পুরনো কোন লুপ্ত ভাষা এই মর্যাদা পাবে না। যাইহোক শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় তথ্য প্রমাণ সহ এ বিষয়ে কেন্দ্রের কাছে আবেদন করে।
কেন্দ্রীয় সরকার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে বলে জানিয়েন সমিতির উপদেষ্ঠা হারান দে।