হাইলাকান্দিতে অস্থিত্ব বিলীন হওয়ার পথে এআইইউডিএফ!

Spread the love

মস্তফা আহমদ মজুমদার, হাইলাকান্দি : একের পর এক ধ্বস নামছে এআইইউডিএফ দলে।

এবার দলের নেতৃস্থানীয় এক কর্মী হোসেন আহমদ লস্কর শতাধিক কর্মী-সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন অসম গণপরিষদে।

আমালায় অনুষ্ঠিত অগপর যোগদান সভায় এআইইউডিএফের হাইলাকান্দি সমষ্টি কমিটির সভাপতি হোসেন আহমদ তাঁর সমর্থকদের নিয়ে যোগ দিয়েছেন।

অগপর জেলা সভাপতি হরিমোহন রাজভরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক সেলিম উদ্দিন লস্কর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন সিনহা, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি ফখরুল ইসলাম লস্কর প্রমুখ।

হোসেন অগপ দলে যোগদানের পর তাঁকে হরিমোহন রাজভর দলীয় বসন পরিয়ে সম্মানিত করে অগপ দলে স্বাগত জানান।

হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে এআইইউডিএফ দলের একজন কর্মী ছিলাম, কিন্তু, জেলায় এআইইউডিএফের তিনজন বিধায়ক থাকার পরও একটি বিধানসভা সমষ্টি বিলুপ্ত হয়েছে।

এমনকি বিগত লোকসভা নির্বাচনে দলের প্রার্থী মাত্র আট হাজার ভোট পেয়েছেন, যা এই দলের দুর্বলতা প্রমাণ করে।

জনগণ এখন এআইইউডিএফ দলকে বর্জন করছে, তাদের উন্নয়নমুখী চাহিদার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এআইইউডিএফ দল ত্যাগ করেছি।

তিনি আরও বলেন, “আমি আমার রাজনৈতিক জীবনে জনগণের সেবা করতে চাই, তাই উন্নয়নের স্বার্থে শাসক দলকে সমর্থন করে অসম গণ পরিষদ দলে যোগদান করেছি।

অগপর কেন্দ্রীয় সম্পাদক সেলিম উদ্দিন লস্কর আগামী পঞ্চায়েত নির্বাচনে হোসেনকে রামচণ্ডী-নিমাইচান্দপুর জেলা পরিষদে বিজেপি-অগপ মিত্রজোটের প্রার্থী করার ঘোষণা করেন।

তিনি এই মঞ্চ থেকে জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে বিজেপি-অগপ মিত্রজোটের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token