ইছমাইল হোসেন, গণআওয়াজ মৈরাবাড়ী : উদ্ধার হল মৈরাবাড়ির নিরুদ্দেশ শিশুর মৃতদেহ।
ইটভাটার কাজে ব্যবহিত একটি পুকুর থেকে উদ্ধার হয় নিখোঁজ হওয়া ছয় বছরের এই শিশু সামিমের নিতর দেহ।
উল্লেখ্য যে, গত শনিবার বন্ধুদের সঙ্গে খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় সামিম। এর পর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যায়নি।
আজ ইটভাটার কাজে ব্যবহিত একটি পুকুর থেকে তার নিতর দেহ উদ্ধার করা হয়। সামিমের পরিবারের লোকেদের সন্দেহ এটা একটা ষড়যন্ত্র, তাদের সন্তানকে ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরন করতে হয়েছে।
জানাগেছে, সামিম কিছুদিন আগে তার মা ও বাবার মৈরাবাড়ীর নজির নগরের নিজ বাড়িতে এসেছিল।
কিন্তু, শনিবার সকাল ন’টার দিকে ঘর থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়। মৈরাবাড়ী পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।