শিশু স্বাস্থ্য সেবায় অবদানে আরবিএসকে মোবাইল স্বাস্থ্য দলের সম্মান প্রদান

Spread the love

গণআওয়াজ, শিলচর : শিশু স্বাস্থ্য সেবায় অবদানের জন্য কাছাড় জেলার তিনটি আরবিএস (রাষ্ট্রীয় বল স্বাস্থ্য কর্মসূচি) মোবাইল স্বাস্থ্য দলকে সম্মানিত করা হয়েছে।

একই সঙ্গে ব্যক্তিগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ তিনজন বিশিষ্ট স্বাস্থ্যকর্মীকেও পুরস্কৃত করা হয়।

মঙ্গলবার শিলচর সিভিল হাসপাতালে অনুষ্ঠিত জেলা স্তরের পর্যালোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়।

সভায় শিক্ষা ও সমাজ কল্যাণ বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন স্বাস্থ্য ব্লকের কর্মদক্ষতা পর্যালোচনা করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক ডাঃ শিবানন্দ রায়, এনএইচএম জেলা প্রকল্প ব্যবস্থাপক রাহুল ঘোষ, সমন্বয়ক ইকবাল বাহার লস্কর, ডিএমই ডাঃ গুলবাহার রাজ এবং এডিডিএম আছিয়া চৌধুরী।

সভায় ডাঃ রায় কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করে সংশ্লিষ্ট দলগুলোকে ফেব্রুয়ারির মধ্যেই সেগুলো সমাধানের নির্দেশ দেন।

এছাড়া, শিক্ষার্থী ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আরবিএসকের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিলচর আরবান হেলথ ব্লকের বিএরপি নবরুণ চক্রবর্তী।

লক্ষ্মীপুর স্বাস্থ্য ব্লকের আরবিএসকে দল সর্বোচ্চ ৭,২৩৬ জন শিশুকে রেফার এবং ৭,০২২ জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য বিশেষ সম্মাননা লাভ করে।

ডাঃ শিবানন্দ রায় দলের হাতে এই পুরস্কার তুলে দেন।

ধলাই স্বাস্থ্য ব্লকের আরবিএসকে দল জন্মগত ত্রুটিযুক্ত শিশুদের সর্বোচ্চ সংখ্যায় রেফার ও চিকিৎসা প্রদানের জন্য পুরস্কার পায়, তাদের হাতে পুরস্কার তুলে দেন রাহুল ঘোষ।

সোনাই স্বাস্থ্য ব্লকের মোবাইল স্বাস্থ্য দল অপুষ্টিতে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের চিকিৎসায় বিশেষ অবদানের জন্য সম্মানিত হয়, তাদের পুরস্কার দেন নবরুণ চক্রবর্তী।

ব্যক্তিগত কৃতিত্বের জন্য বিক্রমপুর স্বাস্থ্য ব্লকের মোবাইল স্বাস্থ্য দলকে বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা ও সোশ্যাল মিডিয়ায় আরবিএসকের প্রচারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।

তাদের পুরস্কার তুলে দেন বিদ্যালয় পরিদর্শক সৌভিক দাস ও কল্যাণ ভট্টাচার্য।

পালই চা বাগান সাব-হেলথ সেন্টারের কমিউনিটি হেলথ অফিসার রেশমি বিজয়া সিংহ সৃজনশীল ও নতুন উদ্যোগের মাধ্যমে আরবিএসকে কার্যক্রম পরিচালনার জন্য সম্মাননা পান।

হাতে পুরস্কার তুলে দেন নবরুণ চক্রবর্তী ও ইকবাল বাহার লস্কর।

বিশেষ ব্যক্তিগত সম্মাননা লাভ করেন শিলচর সিভিল হাসপাতালের পরামর্শদাতা ইরসাদুল রহমান বড়ভূইয়া।

তার হাতে পুরস্কার তুলে দেন আছিয়া চৌধুরী, ডাঃ মইদুল ইসলাম, ডাঃ নবনীতা রায় ও ডাঃ চিরঞ্জীব বর্মন।

উল্লেখ্য, কাছাড় জেলায় ৮টি স্বাস্থ্য ব্লকের আওতায় ১৬টি মোবাইল স্বাস্থ্য দল কাজ করছে, যা জেলার শিশুদের জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।

এই সম্মাননা অনুষ্ঠান দলগুলোর কর্মদক্ষতাকে আরও উৎসাহিত করবে এবং শিশু স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token