হাইলাকান্দি, ২২ অক্টোবর : হাইলাকান্দির সাংবাদিক সন্তোষ দেকে পি কে রাজ্যশ্বপুর জিপি সভাপতির ফোনে হুমকি দেওয়ার ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
জিপি সভাপতি মঈন উদ্দিন বড়ভূইয়া সাংবাদিক সন্তোষ দেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। সভাপতি মঈনের অভিযোগ সন্তোষ তাঁর জিপির দুর্নীতির ব্যাপারে খণ্ড উন্নয়ন আধিকারিকের কাছে নালিশ করেছেন।
এই ঘটনায় প্রমান করল সাংবাদিকতা কতটুকু বিপদজনক। কিন্তু এরপর সাংবাদিকরা মানুষের সার্বিক স্বার্থে কাজ করে যাচ্ছেন।
এদিকে হাইলাকান্দি জেলা সাংবাদিকরা সহ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের ইতিমধ্যেই সাংবাদিক সন্তোষ দে এবং তাঁর পরিবারের নিরাপত্তা প্রদান সহ অভিযুক্ত জিপি সভাপতির বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়ে ওঠেছেন।
এবিষয়ে শুক্রবার হাইলাকান্দির পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সহ এজেওয়াইসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর, হাইলাকান্দি জেলা সম্পাদক রবিজুল আলম লস্কর ও হোসেন আহমদ মজুমদার প্রমুখ। পরে তারা এসে জানান, পুলিশ সুপার তাদেরকে এব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন।