হাইলাকান্দি, ২২ অক্টোবর : দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে পূর্বসোনাপুর জল সরবরাহ প্রকল্প।
প্রায় আড়াই বছর পূর্বে জল জীবন মিশনের আওতায় এ জল সরবরাহ প্রকল্পটির সংস্কারের কাজ করলেও এখনও পানীয় জল সরবরাহ করা হয়নি।
এনিয়ে প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হোসেন আহমদ মজুমদার সহ এলাকার ভুক্তভোগীরা।
জলসরবরাহ প্রকল্পটি পুণরায় চালু না হওয়ায় দীর্ঘদিন ধরে এলাকার জনগণ বাধ্য হয়ে স্থানীয় কাটাখাল নদী ও পুকুরের অপরিশোধিত জল পান করছেন।
এতে এলাকার মানুষ পেটের অসুখ সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। কিন্তু ভুক্তভোগী জনগণের সমস্যা সমাধানে বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিদের নীরব ভূমিকা দেখা যাচ্ছে।
হোসেন আহমদ সহ এলাকার ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের হাইলাকান্দি সংমণ্ডলের বাস্তকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় দীর্ঘদিন ধরে এ এলাকার পানীয় জলের সমস্যা রয়েছে।
ভুক্তভোগীদের সমস্যা সমাধানে বিভাগীয় কর্তৃপক্ষ আন্তরিক নয় বলে তারা অভিযোগ করেন এবং ঠিকাদারের এই কাজের তদন্তেরও দাবী জানান।
সরকারের জল জীবন মিশনের আওতায় ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার স্বপ্ন আজও অধরায় বলে তাদের অভিযোগ।
এলাকার প্রত্যেকের বাড়িতে জলের পাইপ লাইন, জলের টেপ বসানো হলেও সফল বাস্তবায়ন কখন হবে এনিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। তাই শীঘ্রই বিহিত পদক্ষেপ গ্রহন করে পূর্বসোনাপুর জল সরবরাহ প্রকল্প চালু করার দাবি জানান এজেওয়াইসিপির সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, স্থানীয়দের পক্ষে নজরুল ইসলাম মজুমদার ও ইসলাম উদ্দিন চৌধুরী প্রমুখ।