বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার দ্বিবার্ষিক অধিবেশন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান করার পরামর্শ অতিথিদের    

Spread the love

করিমগঞ্জ, ২৯ অক্টোবর : সমাজের সর্বস্তর এবং বিভিন্ন পেশার জনগণের উপস্থিতিতে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার দ্বি-বার্ষিক সাধারণ অধিবেশন সম্পন্ন হয়েছে করিমগঞ্জে।

 গীতা মুখার্জির পৌরোহিত্যে অধিবেশন সকালে শুরু হয় বিকেল প্রায় আড়াইটা পর্যন্ত চলে। উদ্বোধনী সংগীত ‘মানুষ মানুষের জন্যে…’ পরিবেশন করেন শিশুশিল্পী সাহিল উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন এইচএম আমির হোসেন। উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত ধরে স্মরণিকারও উন্মোচন করা হয়।

   দ্বি-বার্ষিক অধিবেশনে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন করিমগঞ্জ বিএড কলেজের অধ্যক্ষা জয়িতা ভট্টাচার্য, মাওলানা আবু নসর আব্দুর রৌফ, হরেকৃষ্ণ গোস্বামী, ডা: মোস্তফা আহমেদ, অসীম ভট্টাচার্য, করিমগঞ্জ প্রেসবিটেরিয়ান চার্চের সিনিয়র এল্ডার নিমাই দে।

বক্তারা সর্বধর্ম সমন্বয় সভার বৃহত্তর কর্মপ্রয়াসকে ব্যতিক্রমী অভিযান হিসেবে অভিহিত করেন। সদস্যভুক্তি অভিযান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন অনুষ্ঠান করে ছাত্র-ছাত্রীদের সংস্থায় অন্তর্ভুক্ত করার উপর জোর দেন অতিথিরা।

এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নন্দেশ্বর মুখার্জি, গোলাম মোমিত চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী, করিমগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, শহরতলি বিদ্যানিকেতন হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ চৌধুরী, ইমদাদুল হক চৌধুরী, শিবানী গুপ্ত, আইনজীবী আবুল হাসনাত চৌধুরী, শ্যামল প্রসাদ চৌধুরী, এনাম উদ্দিন, রিতা পুরকায়স্থ, রিন্টি দাস প্রমুখ।

   প্রস্তাব ও সমর্থনে সর্বসম্মতিক্রমে সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভাপতি মনোনীত হন হরেকৃষ্ণ গোস্বামী। এইচএম আমির হোসেনকে ফের সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়। কার্যকরি সভাপতি হয়েছেন শ্যামল প্রসাদ চৌধুরী। সহ-সভাপতি হিসেবে ডা: মোস্তফা আহমেদ ও গীতা মুখার্জিকে পুনর্বহাল রাখা হয়।

যুগ্ম সম্পাদক পদে আইনজীবী আবুল হাসনাত চৌধুরী, রিন্টি দাস ও ইমদাদুল হক চৌধুরীকে মনোনীত করা হয়। গোলাম মোমিত চৌধুরীকে কোষাধ্যক্ষ, মিনহাজুল আলম তালুকদারকে প্রচার সচিব ও আব্দুর রশিদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

কার্যকরি সদস্য হিসেবে রয়েছেন রীতা পুরকায়স্থ, মাওলানা ময়নুল হক লস্কর, এনাম উদ্দিন, হাজি আব্দুল লতিফ, হাফিজ ইফতিকার আহমেদ, জওহরুন ন্নেসা খান, মাওলানা দিলওয়ার হোসেন ও এইচএম ওয়াহিদুজ্জামান।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন এল্ডার নিমাই দে, মাওলানা আবু নসর, আব্দুর রৌফ, অসীম ভট্টাচার্য, জয়ীতা ভট্টাচার্য ও নন্দেশ্বর মুখার্জি।

সাধারণ অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্চিতা ভট্টাচার্য, নুর আহমদ, সৌরভ রায়, দিলওয়ার হোসেন, জয়দীপ দেব, নজমুল হক চৌধুরী, ছলমা বেগম প্রমুখ।

   সংগঠনের সাধারণ সম্পাদক এইচএম আমির হোসেন বলেছেন, সমাজের সবস্তর এবং সব ধর্মের মানুষের স্বার্থে কাজ করছে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা। আগামীতে আরো বিভিন্ন কাজ করার পরিকল্পনা রয়েছে। এতে সকলের সহযোগিতা এবং পরামর্শ চেয়েছেন তিনি।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token