অস্ত্র সমেত ছয় ডাকাত গ্রেফতার লক্ষীপুরে

Spread the love

লক্ষীপুর, ১১ নভেম্বর : বৃহস্পতিবার রাতে বাশকান্দি পুলিশ ফাড়ি এলাকার পালোরবন্দ রেল ক্রসিং এলাকা থেকে অস্ত্র সমেত ছয় ডাকাতকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ।

 লক্ষীপুরের এসডিপিও এবং বাশকান্দি পুলিশের ইনচার্জ বিশাল পুলিশ দল নিয়ে গোপন সুত্রের খবরের ভিত্তিতে সেখানে ওৎ পেতে বসেছিলেন।

ছয় ডাকাত তাদের হাতে থাকা অস্ত্র নিয়ে পালোরবন্দ রেল ক্রসিং সংলগ্ন স্হানে আসতেই পুলিশ এদেরকে ঘিরে ফেলে। পুলিশের হাত থেকে কেউ পালাতে পারেনি।

 ছয়জনকেই পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে অসামাজিক কার্যকলাপ ও চুরি ডাকাতির কাজে ব‍্যবহৃত হস্তনির্মিত একটি দেশি বন্দুক, তরোয়াল, ডেগার ইত্যাদি।

ধৃতরা হচ্ছেন নিকসন খাসিয়া ওরফে বাবু (২৭) পিতা মদন খাসিয়া, সাজু আহমদ (৩২) পিতা নজরুল ইসলাম, নাইবুর রহমান (২৩) পিতা আব্দুল খালিক, আরিফ উদ্দিন (২৪) পিতা সিরাজ মিয়া, আইনুল ইসলাম (২২) পিতা ইনতাজুর রহমান, রিংকু দাস (২৮) পিতা মৃত অনিল দাস।

তাদের বাড়ি কাছাড়ের বড়খলা থানা এলাকার বালাছড়ায়।

তাদের বিরুদ্ধে লক্ষীপুর থানায় ২৪৪/২২ নম্বরে এবং ৩৯৯/২৫/১ বি(এ) আর্মস এক্ট অনুযায়ী মামলা নথিভুক্ত করা হয়েছে।

 আজ শুক্রবার বিকেলে ছয় দূর্ধর্ষ ডাকাতকে লক্ষীপুর মহকুমা আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে অধিক জেরা করার জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

লক্ষীপুর থানার লকআপে রেখে এদেরকে জেরা করবে পুলিশ। ছয়জনের এই ডাকাত দল একটি চার চাকার বাহন নিয়ে পালোরবন্দ পর্যন্ত পৌছায়। এখান থেকে পায়ে হেঁটে লক্ষীপুর অঞ্চলে কোথাও ডাকাতির লক্ষ্য ছিল তাদের।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token