প্রতিষ্ঠা দিবসে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন রয়েল পাব্লিক উচ্চতর মাধ্যমিক স্কুলে, গুণী ব্যক্তিদের দেবে সম্বর্ধনা

Spread the love

লক্ষীপুর, ২৯ ডিসেম্বর : লক্ষীপুর বিধানসভার ডলুগ্রামে ২০১৬ সালে প্রতিষ্ঠিত রয়েল পাব্লিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাত্র সাত বছরে প্রত্যন্ত এলাকার শৈক্ষিক বিকাশে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে আত্মপাকাশ করেছে।  

হাতেগোনা ক’জন পড়ুয়া নিয়ে স্কুলটি যাত্রা শুরু করলেও এই মুহূর্তে শত শত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের ভরসার স্থল হয়ে উঠেছে স্কুলটি।

এই প্রতিষ্ঠানটির চতুর্থ প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগামী ৮ জানুয়ারি স্কুলচত্ত্বরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

   সেদিন রয়েল এডুকেশনেল ট্রাস্টের সৌজন্যে এবং স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দুইজন গুণীব্যক্তি মনিপুরি ভাষার বিশিষ্ট কবি তাহির সাজাবাম এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক লেখক ও ইতিহাসবিদ আবিদ রাজা মজুমদারকে ১ম “রয়েল এক্সিলেন্স” পুরষ্কার ২০২৩ প্রদান করা হবে।

পুরষ্কার বাবত ১০ হাজার টাকা নগদ, স্মারক ও মানপত্র থাকবে।

উল্লেখ্য যে গত তিন বছরে মনিপুরি ভাষায় প্রকাশিত বিভিন্ন কবিতা গ্রন্থের মধ্যে  “আতিয়া নাঙগুমনা”শ্রেষ্ঠ কবিতা বই বিবেচিত হয়েছে।

ওই গ্রন্থের জন্য তাহির সাজাবামকে পুরষ্কৃত করা হচ্ছে। 

একই অনুষ্ঠানে মনিমোহন সিংহ (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মডেল এমই স্কুল), জিয়াউল আহমেদ হাজারি, আব্দুস কুদ্দুস মজুমদার (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক), এল চাউরেল সিংহ , মন্তসির আলি লস্কর এবং প্রধান শিক্ষক কাতিপৌউ রংমাইকে সংবর্ধিত করা হবে।

   অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, সম্মানিত অতিথি হিসেবে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা মাইনোরিটিজ ওয়েলফেয়ার অ্যান্ড ডেভলাপমেন্টের চেয়ারম্যান আমিনুল হক লস্কর উপস্থিত থাকবেন।

এছাড়া আসাম বিশ্ববিদ্যালয়ের মনিপুরি বিভাগের প্রধান অধ্যাপক এইচ ননীকুমার সিংহ এবং মনিপুরের লিলং হাওরৈবি কলেজের অধ্যক্ষ ড০ রেহাজ উদ্দিন শেখকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে।

এর পাশাপাশি স্কুলের পড়ুয়ারা সেদিন গান কবিতা নৃত্য প্রদর্শনী সহ বিভিন্ন ধরনের কলা প্রদর্শন করবে। এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন স্কুল অধ্যক্ষ সাদিক আহমেদ চৌধুরী এবং রয়েল এক্সিলেন্স অ্যাওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ড০ আবুল খয়ের চৌধুরী।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token