বোয়ালিপার-নিতাইনগর ভায়া মোহনপুর পূর্ত সড়ক সংস্কারের দাবিতে অবরোধ, লিখিত প্রতিশ্রুতির পর প্রত্যাহার  

Spread the love

হাইলাকান্দি প্রতিনিধি, ৩ ফেব্রুয়ারি : বোয়ালিপার-নিতাইনগর ভায়া মোহনপুর (বিএনএম) পূর্ত সড়ক সংস্কারের দাবিতে  সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ।

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্করের নেতৃত্বে নিতাইনগর আঞ্চলিক সমিতির সহযোগিতায় জেলা সমিতি ও বিভিন্ন আঞ্চলিক সমিতির কর্মকর্তা সহ প্রায় শতাধিক জনগণ বৃহস্পতিবার নিতাইনগর লস্কর বাজারে বেহাল বিএনএম পূর্ত সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব‍্যস্ত করেন।

অসম সরকার হায় হায়, পূর্ত বিভাগ হায় হায়, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, স্থানীয় বিধায়ক হায় হায়, বিএনএম পূর্ত সড়ক নিয়ে স্থানীয় বিধায়ক নীরব কেন জবাব চাই জবাব দাও ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলেন প্রতিবাদকারিরা।

প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ করার পর হাইলাকান্দি সদর থানা পুলিশ অফিসার বিধান দাশ বিশাল পুলিশ, সিআরপিএফ বাহিনী নিয়ে প্রতিবাদ স্থলে উপস্থিত হন।

তাছাড়া হাইলাকান্দি পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার অলক নন্দী প্রতিবাদ স্থলে উপস্থিত হয়ে চলিত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বিএনএম পূর্ত সড়কের সংস্কার কাজ শুরু করার আশ্বাস প্রদান করে ছাত্র সংগঠনের দাবি সম্বলিত স্মারকপত্র সমজিয়ে নিলে অবরোধ প্রত্যাহার করেন।

এদিকে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কর অতি ব‍্যাস্ততম এই সড়কটি শীঘ্রই সংস্কারের দাবি জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাঁর সংগঠন এই সড়ক সংস্কারের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করে আসছে, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভাগীয় উদাসীনতায় পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ দূর্ভোগ পোহাচ্ছেন।

তাই বিভাগীয় ইঞ্জিনিয়ার প্রতিবাদ স্থলে উপস্থিত হয়ে চলিত মাসের মধ্যে বিএনএম সড়কের সংস্কার কাজ শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়ায় আজকের আন্দোলন প্রত‍্যাহার করা হয়েছে।

বিভাগীয় ইঞ্জিনিয়ারের প্রতিশ্রুতি মতে চলিত মাসে কাজ শুরু করা না হলে এজেওয়াইসিপি গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন ছাত্রনেতা কবির উদ্দিন লস্কর।

এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন এজেওয়াইসিপির জেলা সমিতির সাধারণ সম্পাদক রবিজুল আলম লস্কর, উপসভাপতি হোসেন আহমদ মজুমদার, সহসম্পাদক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক আয়নুল হক লস্কর, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান লস্কর,নিতাইনগর আঞ্চলিক সমিতির সভাপতি সামসুল হক মজুমদার, সাধারণ সম্পাদক আজাদ আহমদ মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, বিগত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে সংস্কার হয়নি হাইলাকান্দি জেলার বহু প্রতিক্ষিত বিএনএম পূর্ত সড়কটি।

হাইলাকান্দি জেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপনকারি বৃহত্তর পূর্বাঞ্চলবাসীর একমাত্র ভরসা এই বিএনএম পূর্ত সড়ক দীর্ঘ বছর ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে। সমস্ত সড়কে পুকুরসম গর্ত রয়েছে, স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও রোগী সহ হাজারো যাত্রী প্রতিদিন এই সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহনে যাতায়াত করেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token