জুলি দাস, করিমগঞ্জ, ১৮ এপ্রিল : রাস্তা বলতে আগে ছিল ডুবা জায়গা, কচুরিপানায় ভর্তি।
পুরো বছরই এমন অবস্থা সরিষা-চরাকুরি জিপির ৮ নম্বর ওয়ার্ডের একেবারে শেষ প্রান্তে। বাঁশের উপর দিয়ে যাতায়াত করতে হয় ওখানে বসবাসরত কয়েকটি পরিবারের সদস্যদের।
একমাত্র ভালো রাস্তা না থাকার ফলে সম্প্রতি হাসপাতালে যেতে না পেরে বাড়িতেই মারা যান অসিত কুরি।
তবে স্বাধীনতার পর স্থানীয় জিপি সভাপতি মৃণালকান্তি দাসের তৎপরতায় পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে রাস্তার কাজে হাত দেওয়া হয়েছে।
কাজ প্রায় সমাপ্ত। শুধু বসানো হবে উপরের স্ল্যাব।
দীর্ঘ বছর থেকে তাদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে বলে জানান এলাকার জবা নাথ।
অন্যদিকে, জিপি সভাপতি মৃণালকান্তি দাস ‘গণ আওয়াজ’কে জানিয়েছেন, জিপির উন্নয়নে নিরন্তন চেষ্টা চালাচ্ছেন তিনি।
তবে একটি দুষ্ট চক্র তাতে বাগড়া দেয় সব সময়, কিন্তু জিপির উন্নয়ন তার একমাত্র লক্ষ্য। সবার সহযোগিতা থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে এই জিপিকে জেলার মধ্যে এক নম্বর জিপি হিসেবে গড়ে তোলা হবে।