হাইলাকান্দি ২১ জানুয়ারি: হাইলাকান্দি এস এস কলেজে জি-টুয়েন্টি, ওয়াই-টুয়েন্টি শীর্ষ সম্মেলন উপলক্ষে ছাত্রদের ডিবেট, কুইজ এবং সেমিনার রবিবার থেকে শুরু হচ্ছে।
কলেজে আন্ত কলেজ বিতর্কটি দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। বিষয় “কেবল মাত্র যুব প্রজন্মই ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে”।
এরপর সোমবার, ২৩ জানুয়ারি বিকেল ৩ টায় কলেজে জি-টুয়েন্টি, ওয়াই-টুয়েন্টির উপর অনুষ্ঠিত হবে আন্ত কলেজ কুইজ প্রতিযোগিতা।
মঙ্গলবার অর্থাৎ ২৪ জানুয়ারি কলেজেই বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে আলোচনা চক্র। বিষয় “নিযুক্তির সম্ভাবনা এবং নতুন শিক্ষা নীতি ২০২০ “।
উল্লেখ্য ভারত জি-টুয়েন্টি ওআই টুয়েন্টি রাষ্ট্র গুষ্ঠির অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করার পরিপ্রেক্ষিতে রাজ্যে এর অধীনে বেশ কয়েকটি কার্যসূচী হাতে নেওয়া হয়েছে।
যুব প্রজন্মকে জি টুয়েন্টি এর মাধ্যমে একটি মঞ্চ প্রদানের উদ্দেশ্যে জি-টুয়েন্টি সম্মেলনের আয়োজনও আসামে করা হবে।
এর পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রতিটি জেলার কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন কর্মসূচির অধীনে সেমিনার, ডিবেট, কুইজ ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
হাইলাকান্দি এস এস কলেজকে সংযোগকারী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে। এসএস কলেজ হাইলাকান্দি জেলার ছাত্র-ছাত্রীদের জন্য ইন্টার কলেজের এই ইভেন্টগুলি আয়োজন করেছে।